রোজিনা ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস কাদেরের 


প্রকৌশল নিউজ ডেস্ক :
রোজিনা ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস কাদেরের 
  • Font increase
  • Font Decrease

সারাদেশে আলোচিত প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলাসহ সাংবাদিক নেতাদের বিভিন্ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেইসাথে তিনি আরো জানান, সরকার গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরীতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা আমি চাই না। কোনো সংঘর্ষ চাই না, সবার সঙ্গে একটি সুসম্পর্ক থাকুক। এটি সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্যও সুখকর।’

সাংবাদিক নেতাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্র শিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রোলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা অবহিত করেছেন।’

রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি দাওয়ার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে প্রধানমন্ত্রীকে অবহিত করার। সমস্যাগুলো তারা বলেছেন, আমি সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। দাবিগুলো নেত্রীকে জানাবো।’

মামলা প্রত্যাহারের করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয় তারা বলেছেন। আলাপ করতে হবে।’

সাংবাদিক নেতাদের দাবি সমাধানযোগ্য মনে করছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো এভাবে মন্তব্য করতে পারি না। এখানে সরকারের ব্যাপার আছে। মামলাটি আদালতে গেছে। আইনমন্ত্রীর সঙ্গে আলাপ করতে হবে। সার্বিক বিবেচনা করার পর, সবার সঙ্গে আলাপ করার পর বলতে পারব।’