শাহজালালে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক


প্রকৌশল প্রতিবেদক:
শাহজালালে অস্ত্র-গুলিসহ চিকিৎসক দম্পতি আটক
  • Font increase
  • Font Decrease

যশোর যাওয়ার উদ্দেশে এক চিকিৎসক দম্পতি অস্ত্র-গুলি নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটে উঠতে গেলে তাদের আটক করা হয়। বিমানবন্দরে তল্লাশিকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ান তাদের কাছে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী এতথ্য নিশ্চিত করেন।

আটক চিকিৎসক দম্পতিরা হলেন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজানা মাহিনুর ও তার স্বামী একই হাসপাতালের চিকিৎসক ডা. মোশায়েদ রহমান।

ওই চিকিৎসক দম্পতির ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও বিমানে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেয়া হয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রকৌশল নিউজ/এমএস/সু