কিং খান শাকিবের জন্মদিন 

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কের নাম শাকিব খান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত এক যুগের বেশি সময় ধরে একক রাজত্ব করে যাচ্ছেন তিনি। বলতে গেলে তার প্রতিদ্বন্দ্বী তো দূরে থাক, তার আশপাশেও কেউ নেই। চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর ঘুমিয়ে পড়া এই ইন্ডাস্ট্রিকে ‘সুলতান’, ‘নবাব’, ‘বীর’, ‘কিং খান’ ও ‘শিকারি’র মতো সিনেমা দিয়ে আবারো জাগ্রত করেন তিনি। আজ ঢাকাই সিনেমার এই কিং খানের ৪২তম জন্মদিন।

কিং খান শাকিবের জন্মদিন 
ফাইল ছবি

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কের নাম শাকিব খান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত এক যুগের বেশি সময় ধরে একক রাজত্ব করে যাচ্ছেন তিনি। বলতে গেলে তার প্রতিদ্বন্দ্বী তো দূরে থাক, তার আশপাশেও কেউ নেই। চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর ঘুমিয়ে পড়া এই ইন্ডাস্ট্রিকে ‘সুলতান’, ‘নবাব’, ‘বীর’, ‘কিং খান’ ও ‘শিকারি’র মতো সিনেমা দিয়ে আবারো জাগ্রত করেন তিনি। আজ ঢাকাই সিনেমার এই কিং খানের ৪২তম জন্মদিন।

১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘধীতে জন্মগ্রহণ করেন শাকিব। যদিও সে সময় শাকিব খান ছিলেন শুধুই মাসুদ রানা। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন শাকিব। সে সময়ই নাম পাল্টে মাসুদ রানা থেকে শাকিব খান হয়ে ওঠেন তিনি। নিজের প্রথম সিনেমা তেমন সফলতা না পেলেও দর্শক মহলে শাকিব খানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

নিজের ৪২তম জন্মদিন শাকিব খান তার ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং স্পট পাবনায় উদযাপন করেছেন। 

তবে গতবারের মতো এবার আর তিনি নিজের জন্মদিন চুপিচুপি উদযাপন করতে পারেননি। সিনেমাটির প্রযোজকের পক্ষ থেকে মধ্যরাতে শাকিব খানকে সারপ্রাইজ দেয়ার জন্য দুটি হাতি নিয়ে আসা হয়। হাতির গায়ে শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমার ছবি জড়ানো থাকে। হাতি দুটিকে শাকিবের সামনে গিয়ে তাকে শুঁড় দিয়ে আশীর্বাদ করতে দেখা যায়। এরপর ঢোলের তালে, নেচে-গেয়ে ফানুস উড়িয়ে জন্মদিনের কেক কাটা হয়। জন্মদিনে তাকে এমনভাবে সারপ্রাইজ দেয়ার জন্য সবাইকে শাকিব খান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।