নির্বাচনী সহিংসতায় সৈয়দপুরে একজন নিহত 

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সহিংসতায় ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ছোটন অধিকারী (৫৪)। তিনি শহরের ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের (ব্রিজ প্রতীক) কর্মী ছিলেন।

নির্বাচনী সহিংসতায় সৈয়দপুরে একজন নিহত 

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সহিংসতায় ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ছোটন অধিকারী (৫৪)। তিনি শহরের ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের (ব্রিজ প্রতীক) কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ কেন্দ্রের সামনে হঠাৎ দুপুর ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের কয়েক জনকর্মী বিবাদে জড়িয়ে পড়েন। ওই কেন্দ্রে নিজেদের প্রাধান্য বিস্তার করতে তাঁরা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এ অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছোটন অধিকারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

এ নিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।