বিসিক শিল্প পার্ক পাবার অপেক্ষায় পীরগঞ্জ 

২০৪১ সালের মধ্যে পরিবেশ বান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন ও সরকারের ২ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। এরই ধারাবাহিকতায় রংপুর জেলার পীরগঞ্জে প্রায় ১ হাজার একর জমিতে 'বিসিক শিল্প অঞ্চল, রংপুর' তৈরির অনুমতি চেয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে সংস্থাটি।

বিসিক শিল্প পার্ক পাবার অপেক্ষায় পীরগঞ্জ 

২০৪১ সালের মধ্যে পরিবেশ বান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন ও সরকারের ২ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। এরই ধারাবাহিকতায় রংপুর জেলার পীরগঞ্জে প্রায় ১ হাজার একর জমিতে 'বিসিক শিল্প অঞ্চল, রংপুর' তৈরির অনুমতি চেয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে সংস্থাটি।

ওই অঞ্চলের ‘বড় বিলা’ নামক স্থানে শিল্প পার্কটি স্থাপনের জন্য সম্ভব্য স্থান নির্ধারন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এখন জেলা প্রশাসন থেকে ছাড়পত্র পেলে কাজটির চলমান প্রকৃয়া শুরু হবে।

বিসিক সূত্রে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে শিল্পায়নের কোনো বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিসিকের মাধ্যমে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মহা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

বিসিক সূত্রে জানা গেছে, সকারের লক্ষ্য ৪০ হাজার একর জমিতে শিল্প পার্ক স্থাপনের যে প্রকৃয়া তা বর্তমান বিসিক চেয়ারম্যানের নেতৃত্বের মাধ্যমে লক্ষ্য পূরণে দৃঢতার সাথে এগিয়ে যাচ্ছে।

সম্ভব্য শিল্প অঞ্চলটিতে মাল্টিসেক্টরাল ইন্ড্রাষ্ট্রিয়াল পার্ক, উদ্যোক্তা ও শ্রমিকদের জন্যই প্রশিক্ষণ কেন্দ্র, ডিসপ্লে সেন্টারসহ আন্তর্জাতিক শিল্প কমপ্লায়ান্স যেমন- শ্রমিকদের আবাসন, চাইল্ড ডে-কেয়ার, স্কুল, হাসপাতাল, খেলার মাঠ, ক্লাব, ক্যান্টিন, মিলনায়তন, মসজিদ, ল্যাবরেটরি, কোল্ড স্টোরেজ, ব্যাংক, বীমা, পুলিশ ফাঁড়ি, ফায়ার স্টেশন ইত্যাদি সেবা-সুবিধার ব্যাবস্থা থাকবে। 

বিসিকের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ সংস্থাটির পক্ষে বিষয়টি সমন্বয় করছেন। এ নিয়ে স্থানীয় পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ স্থানীয় লোকজনের সাথে আলোচনা করেছে বিসিক।