রূপগঞ্জে অগ্নিকান্ড : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেড এ সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ।

রূপগঞ্জে অগ্নিকান্ড : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেড এ সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরকে আহবায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: রেজাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

এই তদন্ত কমিটি আগামী ১০ কর্ম দিবসের মধ্যে রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেড সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানি ও হতাহতের কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণ করে সুপারিশমালা  ও প্রতিবেদন  পেশ করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনার ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

প্রকৌশল নিউজ/এমআরএস