সারা বিশ্বেই কাজ করছে না ফেসবুক ম্যাসেঞ্জার!

সারা বিশ্বেই কাজ করছে না ফেসবুক ম্যাসেঞ্জার!
ফেসবুক ম্যাসেঞ্জার

হঠাৎ করেই কাজ করছে না আপনার ফেসবুক ম্যাসেঞ্জার? ভাবছেন ইন্টারনেট সংযোগের সমস্যা! কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বৃহস্পতিবার দুপুর থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটি। ফলে মেসেজ পাঠানো বা মেসেজ গ্রহণও বন্ধ হয়ে যায়। কেউ কেউ মেসেজ পাঠাতে পারলেও, সেটি  যেতে অনেকটাই সময় লেগে যায়। আর এ ঘটনা সারা বিশ্বের ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের ফেলেছে চরম বিড়ম্বনায়।

বৃহস্পতিবার দুপুর তিনটার পর থেকেই এই ঝামেলার সম্মুখীন হন ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা। এর ফলে কাউকে কোনো মেসেজই পাঠাতে পারছিলেন না অ্যাপটির ব্যবহারকারীরা। মেসেজ গেলেও তা খুব ধীরে। অথচ মোবাইল হোক বা ডেস্কটপ– সব জায়গায়ই ইন্টারনেট কানেকশন থাকার পরও বন্ধ হয়ে যায় ম্যাসেঞ্জার অ্যাপটি। যদিও ফেসবুকের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ব্রিটেন, আমেরিকা, ভারত, ইউরোপসহ অনেক দেশের ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা টুইটারে এই ম্যাসেজিং অ্যাপটি কাজ না করা নিয়ে টুইটও করেন। ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে দুপুর তিনটার পরই এই সমস্যা দেখা দেয়।