চুলের অগ্রভাগ সুন্দর রাখার উপায়

নারীর সৌন্দর্য্য খানিকটা তার চুলে। মোটা গোছার চুলে যে কোনো পুরুষকে আকর্ষন করতে পারে নারী। তবে নারীর চুলের অন্যতম সমস্যা হলো আগা ফাটা। সমস্যায় ভোগেন অধিকাংশ নারী। চুলের আগা ফাটা সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অধিকাংশ নারীকে না চাইলেও চুল কাটতে হয়। তবে একটু যত্ন করলে এই সমস্যা অনেকটা কমে আসে।

চুলের অগ্রভাগ সুন্দর রাখার উপায়

নারীর সৌন্দর্য্য খানিকটা তার চুলে। মোটা গোছার চুলে যে কোনো পুরুষকে আকর্ষন করতে পারে নারী। 

তবে নারীর চুলের অন্যতম সমস্যা হলো আগা ফাটা। সমস্যায় ভোগেন অধিকাংশ নারী। চুলের আগা ফাটা সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অধিকাংশ নারীকে না চাইলেও চুল কাটতে হয়। তবে একটু যত্ন করলে এই সমস্যা অনেকটা কমে আসে।

 চুলের প্রান্তভাগ বা আগা সুন্দর রাখার উপায় সম্পর্কে কয়েকটি টিপস প্রকৌশলনিউজ ডট কমের পাঠকদের জন্য তুলে ধরা হল।   

১. ধোয়ার আগে চুলের আগায় নারিকেল তেল মালিশ করে নিন। এতে চুলের আগায় আর্দ্রতা বজায় থাকে ও শ্যাম্পুর সময় শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

২. চুলে চিরুনি ব্যবহারের আগে আঙ্গুলের সাহায্যে জট ছাড়িয়ে নিন। এতে চুল আঁচড়ানো সহজ হবে ও আগা ফাটার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও এতে টান লেগে চুল পড়ার সম্ভাবনাও কমে যায়।

৩. চুল ধোয়ার পরে সিরাম ব্যবহার করলেও এর আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করুন। এটা খোলা বাতাসে চুলকে রুক্ষ হওয়া এড়াতে সাহায্য করবে।

৪. চুলে স্টাইলিংয়ের জন্য খুব বেশি তাপ প্রয়োগ করবেন না। আর যদি তাপ প্রয়োগ করতেই হয় তাহলে আগে সুরক্ষাকারী ক্রিম ব্যবহার করে নিন।

৫. ‘ব্লো ড্রাই’ করার ক্ষেত্রে চুলে কম তাপ প্রয়োগ করুন। আগে তাপ থেকে সুরক্ষা প্রদাণকারী পণ্য ব্যবহার করে নিন। অথবা প্রাকৃতিক বাতাসে চুল শুকিয়ে নিন।