যাদের জন্য করোনার টিকা!

যাদের জন্য করোনার টিকা!

করোনার টিকা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন। টিকা নেওয়ার পর কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তা জানতে চান সবাই। সবাইকে কি টিকা নিতে হবে কিনা এমন প্রশ্নও রয়েছে সবার মনে। তাই টিকা গ্রহনের বিষয়ে নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-সিডিসি।

শনিবার সংস্থাটির ওয়েব পেজ থেকে জানানো হয় অ্যালার্জি আছে এমন লোকজনও টিকা নিতে পারবেন। তবে টিকার কোনো উপাদান নিয়ে আগে যদি কারও অ্যালার্জি হয়ে থাকে, তাহলে তাঁরা চট করে টিকা নিতে পারবেন না। সে ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্রে টিকা দেবার কার্যক্রম শুরু হবার পর থেকে ২ লাখ ৭২ হাজার জনকে দেবার পর ছয়জনের পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে। টিকা দেওয়ার পর সবাইকে আধা ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ের মধ্যেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের সব জায়গায় স্বাস্থ্যকর্মীসহ সামনের সারির কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া শুরু হয়েছে। প্রতিটি রাজ্যের হোমকেয়ারে থাকা বয়স্ক লোকজন এবং ঝুঁকিপূর্ণ লোকজনকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞদের মতে, আগামী তিন মাস আমেরিকায় করোনা পরিস্থিতি নাজুক থাকবে। বড়দিনের সময় সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আসছে বসন্তের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।