করোনায় মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক

করোনায় মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক

বিখ্যাত কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর।

শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ২০ এর দিকের লাটভিয়ার একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দেশটিতে গত ২০ নভেম্বর এসেছিলেন।

লাটভিয়ার স্থানীয় গণমাধ্যম ডেলফি জানায়, তার মারা যাওয়ার বিষয়টি তার দোভাষী ক্রোলোভাও নিশ্চিত করেছেন। তার অকাল মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে গিয়েছে বিশ্ব চলচ্চিত্রাঙ্গন। তবে লাটভিয়ায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস এখনও কোন মন্তব্য করেনি কিমের মৃত্যুর বিষয়ে।

১৯৬০ সালের ২০শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় জন্মগ্রহণ করেন কিম কি দুক। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যারিসে ফাইন আর্টস বিষয়ে শিক্ষাগ্রহণ করেন। এরপর দেশে ফিরে শুরু করেন চিত্রনাট্য লেখার কাজ। ১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিল কর্তৃক আয়োজিত এক প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার পান। পরের বছর তিনি ক্রোকোডাইল নামে একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র পরিচালনা করেন। 

২০০০ সালে তার চলচ্চিত্র ‘রিয়াল ফিকশন’ ২৩তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। ২০০৪ এ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সামারিটান গার্ল’ চলচ্চিত্রের জন্য এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘৩-আয়রন’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালকের সম্মানে ভূষিত হন।

২০১২ সালে তার পরিচালিত ‘পিয়েটা’ ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করে এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন’ পুরস্কার লাভ করে।