কালীগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রি করায় জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কারণে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আল আমিন নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৫শত টাকা আর্থিক জরিমানা করা হয়।

কালীগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রি করায় জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কারণে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আল আমিন নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৫শত টাকা আর্থিক জরিমানা করা হয়।

বুধবার(২৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলি সাদিক। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহিনা আক্তার।

সেই সাথে ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি থেকে বিরত থাকতে নির্দেশ দেন। পাশাপাশি প্রতিদিন ফলের মূল্য তালিকা দোকানে টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেন। 

অন্যদিকে শপিংমলে ক্রেতা-বিক্রেতাদের যথাযথ স্বাস্থবিধি মেনে পন্য ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দেন।