আবারো কিশোর গ্যাংয়ের বলি পুরনো ঢাকার অনন্ত

আবারো কিশোর গ্যাংয়ের বিরোধে ঝড়ে পড়েছে অনন্ত নামে চৌদ্দ বছরের এক কিশোর।

আবারো কিশোর গ্যাংয়ের বলি পুরনো ঢাকার অনন্ত

আবারো কিশোর গ্যাংয়ের বিরোধে ঝড়ে পড়েছে অনন্ত নামে চৌদ্দ বছরের এক কিশোর।

নৃশংস এ হত্যাকান্ডটি ঘটেছে সোমবার শবে বরাতের রাত সাড়ে ১১টার দিকে পুরনো ঢাকার সুত্রাপুরের লালকুঠি এলাকায়। তার মরদেহ ঢাকা মেডিকেল লাশ ঘরে রয়েছে। এঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন সাজু জানান, স্থানীয় মিল ব্যারাক এলাকার সন্ত্রাসী মুন্না, আকাশের আশ্রয়ে জুনিয়র ফেরদৌস, আলামিনের সঙ্গে অনন্ত, সাজু সোহেলের ঝগড়া হয়। এ ঘটনার জেরে শবে বরাতের রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

এসময় অনন্ত পেটে একাধিক ছুরিকাঘাতে সংগা হারায়। তাকে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ছুরিকাঘাতে আহত সাজু ওসোহেলকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল। ২ ভাইয়ের মাঝে অনন্ত ছোট ছিলেন। বাসা স্থানীয় মিল ব্যারাকের কাগজীটোলায় থাকতেন। বাবা বাংলাবাজারে দোকানে কাজ করছেন।
 
এবিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধে অনন্ত খুনের ঘটনা ঘটেছে। তবে এ হত্যাকান্ডের ঘটনায় খুনিদের কেউ গ্রেফতার হয়নি।