আহমদ শফীর মৃত্যু নিয়ে পিবিআইয়ের প্রতিবেদন মিথ্যা : বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর বিষয়ে সম্প্রতি আদালতে পিবিআইয়ের পেশ করা তদন্ত প্রতিবেদনকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন সংগঠনটির বতর্মান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। একই সাথে পুনরায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আহমদ শফীর মৃত্যু নিয়ে পিবিআইয়ের প্রতিবেদন মিথ্যা : বাবুনগরী
ফাইল ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর বিষয়ে সম্প্রতি আদালতে পিবিআইয়ের পেশ করা তদন্ত প্রতিবেদনকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন সংগঠনটির বতর্মান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। একই সাথে পুনরায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমে প্যাঠানো এক বিবৃতিতে এই কথা বলেন তিনি।

বাবুনগরী বলেন, আল্লামা আহমদ শফীর মৃত্যু নিয়ে পিবিআই যে রিপোর্ট দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করি এই প্রতিবেদন একটি চিহ্নিত চক্রের শেখানো বুলি। আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পেশ করবো। এই মিথ্যা রিপোর্টের ভিত্তিতে যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, এরপরও নতুন করে আমাকেসহ আরো বারোজনকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। এই মামলা ডাহা মিথ্যে। এর কোন বাস্তবতা নেই।

চট্টগ্রাম মেডিকেলের ছাড়পত্র ও ঢাকা আসগর আলী হসপাতালের ডেথ সার্টিফিকেটসহ নির্ভরযোগ্য তথ্য প্রমাণের আলোকে দেশবিদেশের সকলের নিকট প্রমাণিত হয়েছে আল্লামা আহমদ শফীর মৃত্যু আল্লাহ তায়ালার হুকুমে স্বাভাবিক ছিলো বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর তার বড় ছেলে মাওলানা ইউসুফ ব্যাখ্যামূলক বিবৃতির মাধ্যমে বাস্তব সত্য মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন। তার বাবার মৃত্যু স্বাভাবিক হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছিলেন।

আল্লামা আহমদ শফীর মৃত্যুর প্রায় দুই মাস পর দেশের শীর্ষ ওলামায়ে কেরামের নামে মামলা দায়ের হওয়াতেই বোঝা যায় এই মামলা কতটা হাস্যকর ও ভিত্তিহীন। এ প্রতিবেদনের পুনরায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান বাবুনগরী।

প্রকৌশল নিউজ/শা