ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে বিভিন্ন অস্ত্র চুরি

প্যালেস্টাইন ভূখণ্ডে জন্ম নেওয়া ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের বিভিন্ন অস্ত্র চুরি হওয়ার খবর পাওয়া গেছে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রকেট, রকেট লাঞ্চার, মাইন এবং মেশিন গান।

ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে বিভিন্ন অস্ত্র চুরি

প্যালেস্টাইন ভূখণ্ডে জন্ম নেওয়া ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের বিভিন্ন অস্ত্র চুরি হওয়ার খবর পাওয়া গেছে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রকেট, রকেট লাঞ্চার, মাইন এবং মেশিন গান।

মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সরকারি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল, মেশিন গান, বিভিন্ন ধরণের গ্রেনেড, রকেট লাঞ্চার এবং বিস্ফোরক এবং দেড় লাখেরও বেশি গুলি।

২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে শত শত বন্দুক, প্রায় ৫০চি৬ রকেট লাঞ্চার এবং অন্যান্য বহু ধরনের অস্ত্র চুরি হয় বলে খবরে উঠে আসে। তবে এর জন্য নির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি। চুরি হওয়া সব অস্ত্রের হিসাব না পাওয়ায় চুরি হওয়া অস্ত্রের প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।