করোনায় আক্রান্ত অভিনেতা এস এম মহসীন আইসিইউতে, অবস্থা সঙ্কটাপন্ন

করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা এস এম মহসীনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

করোনায় আক্রান্ত অভিনেতা এস এম মহসীন আইসিইউতে, অবস্থা সঙ্কটাপন্ন

করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা এস এম মহসীনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার তাকে রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। 

অভিনেতা এস এম মহসীনের করোনাভাইরাস শনাক্তের পর তাঁকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সঙ্কটাপন্ন অবস্থায় তাঁকে ইসপালস হাসপাতালে স্থানান্তর করা হয়।

এস এম মহসীন দীর্ঘদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছেন। চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন তিনি। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে অভিনেতা এস এম মহসীনকে একুশে পদক প্রদান করে সরকার। 

তিনি জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসাবে যুক্ত ছিলেন। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদকও। 

‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে মহর আলী, সাকিন সারিসুরি,গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। 

প্রকৌশল নিউজ/এমআর