করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল পশ্চিমবঙ্গ!

করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারত। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। দেশটিতে ভয়াবহ মাত্রায় বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। এরই মধ্যে দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। তবে এতদিন দেশটির অন্যান্য রাজ্যর তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটা ভালো ছিল।

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল পশ্চিমবঙ্গ!

করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারত। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। দেশটিতে ভয়াবহ মাত্রায় বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। এরই মধ্যে দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। তবে এতদিন দেশটির অন্যান্য রাজ্যর তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটা ভালো ছিল।

এবার সেই পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে অদৃশ্য দানব করোনাভাইরাস। করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। এ দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল উত্তর ২৪ পরগনা জেলাতেই ৩৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মারা গেছেন ৩১ জন। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও সাড়ে ১৭ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার (৪ মে) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৭ কোভিড রোগীর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৩ ও কলকাতায় ৩১ জন ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় ১০ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ৪ জন করে মারা গেছেন। এখন পর্যন্ত রাজ্যটির মোট ১১ হাজার ৭৪৪ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৩ হাজার ৯৫৪ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৪ জন। এখন পর্যন্ত রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ লাখ ৯৮ হাজার ৫৩৩ জন।