খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে সরকার : ফখরুল

সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি অসুস্থ। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন সেটাও দিচ্ছেনা সরকার।’

খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে সরকার : ফখরুল

সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি অসুস্থ। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন সেটাও দিচ্ছেনা সরকার।’

শুক্রবার (১২ মার্চ) জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা একটা কঠিন সময় পার করছি, একটা সংকটাপন্ন মুহূর্ত পার করছি। সরকার বেগম জিয়াকে দেশেই চিকিৎসা করতে বলছেন। কিন্তু বাংলাদেশে চিকিৎসা দিনে দিনে তার জন্য কঠিন হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। মুক্তি দিতে হবে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৫ লক্ষ মামলা আছে সেই প্রত্যাহার করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।’

গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। টানা ২২ বছর পর কৃষক দলের এই জাতীয় সম্মেলন হচ্ছে। সর্বশেষ সম্মেলন হয়েছিলো ১৯৯৮ সালের ১৬ মে। সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চের প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন, রঙিন বেলুন ও সাদা কবুতর উন্মুক্ত করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও কৃষক দলের আহবায়ক শামসুজ্জামান দুদু।

এই সম্মেলনে সারাদেশে থেকে আসা সংগঠনটির ৫৪৮জন কাউন্সিলর অর্থাত ৭৯টি সাংগঠনিক জেলার ৩৯৫ জন এবং কেন্দ্রীয় আহবায়ক কমিটির ১৫৩ জন প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনীর অনুষ্ঠানের বক্তব্যের সমাপ্তিতে সংগঠনের বিধান অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচনের পূর্বাহ্নে কৃষক দলের ১৫৩ সদস্যের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

প্রকৌশল নিউজ/এস