গণপরিবহন চালু হলে ট্রেনও চলবে

আগামী ৫ আগস্টের পর লকডাউন উঠে গেলে সরকার যদি গণপরিবহন চালুর অনুমতি দেয় তাহলে একইসঙ্গে ট্রেনও চলবে।

গণপরিবহন চালু হলে ট্রেনও চলবে

আগামী ৫ আগস্টের পর লকডাউন উঠে গেলে সরকার যদি গণপরিবহন চালুর অনুমতি দেয় তাহলে একইসঙ্গে ট্রেনও চলবে।

বৃহষ্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেইজ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

চলমান কঠোর বিধিনিষেধ শেষে গণপরিবহন চালু হলে ৬ আগস্ট সকাল থেকে ট্রেন চলাচলও শুরু হবে। এতে বলা হয়, আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন। এরপর লকডাউন না বাড়ানো হলে চলবে গণপরিবহন। একই সঙ্গে রেল চলাচল করবে।

তবে সেটি আগের মতো সীমিত পরিসরে চালু করা হবে, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব (২ সিটে ১ যাত্রী) মেনে ট্রেন চলাচল করবে। সেই লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তবে সবটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

উল্লেখ্য, সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার।