চট্টগ্রামের শাহ আমানতে বিমান থেকে ১৫০ স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৫৫ গ্রাম ওজনের ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

চট্টগ্রামের শাহ আমানতে বিমান থেকে ১৫০ স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৫৫ গ্রাম ওজনের ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। 

সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এই স্বর্ণের বারগুলোর বাজারমূল্য আনুমানিক ৯ কোটি ৯৬ লাখ টাকা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), এয়ারপোর্ট কাস্টম ও কাস্টম গোয়েন্দারা যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমের উপকমিশনার রোকসানা খাতুন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উড়োজাহাজের দুটি আসনের নিচ থেকে স্বর্ণের ১৫০টি বার উদ্ধার করা হয়েছে, যার ওজন ১৭ কেজি ৫৫ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা বলে জানান তিনি।

স্বর্ণের বারগুলো এয়ারপোর্ট কাস্টমের অধীনে রয়েছে বলে জানান তিনি। 

প্রকৌশল নিউজ/ এমআর