চিত্রনায়ক শাহীন আলম লাইফ সাপোর্টে, অবস্থা গুরুতর

লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকাই সিনেমায় একসময়ের অপরিহার্য চিত্রনায়ক শাহিন আলম । বেশ কয়েক বছর ধরেই তিনি কিডনিজনিত অসুখে ভুগছিলেন। তবে সম্প্রতি তার এই কিডনিজনিত অসুখ মারাত্বক আকার ধারণ করে।

চিত্রনায়ক শাহীন আলম লাইফ সাপোর্টে, অবস্থা গুরুতর
ফাইল ছবি

লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকাই সিনেমায় একসময়ের অপরিহার্য চিত্রনায়ক শাহিন আলম। বেশ কয়েক বছর ধরেই তিনি কিডনিজনিত অসুখে ভুগছিলেন। তবে সম্প্রতি তার এই কিডনিজনিত অসুখ মারাত্বক আকার ধারণ করে।
 
বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার (৬ মার্চ) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। 

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহিন আলমের একমাত্র ছেলে ফাহিম নূর আলম।

তিনি বলেন, গত সোমবার (১ মার্চ) বাবার হালকা জ্বর আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডায়ালাইসিসও করানো হয়। কিন্তু গত শনিবার রাতে বাবার অবস্থা খারাপ হয়ে পড়লে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম।

প্রসঙ্গত, শাহীন আলম ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান তিনি। 

প্রকৌশল নিউজ/এমআর