ছিন্নমূল মানুষের পাশে আশরাফুল-সুজনরা

মঙ্গলবারের মতো বুধবারও (১২ মে) রাজধানীর খিলগাঁও ও তার আশপাশের বস্তিবাসীদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে আশরাফুলের আদর্শ ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংগঠন।

ছিন্নমূল মানুষের পাশে আশরাফুল-সুজনরা

করোনাভাইরাস মহামারির মধ্যে চলছে পবিত্র ঈদ-উল-ফিতর এর প্রস্তুতি। কিন্তু সমাজের ছিন্নমূল মানুষের কাছে এবার ঈদের আনন্দ তেমন একটা নেই। তারওপর করোনার প্রভাবে দিশেহারা সমাজের ছিন্নমূল মানুষ।
 
তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবারের মতো বুধবারও (১২ মে) রাজধানীর খিলগাঁও ও তার আশপাশের বস্তিবাসীদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে আশরাফুলের আদর্শ ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংগঠন।

এরই মধ্যে সরকারিভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে আদর্শ ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংগঠনটি। এই সংগঠনে সদস্য হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এই সংগঠনের কার্যক্রমের সঙ্গে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও হাসিবুল হোসেন শান্তও রয়েছেন।