জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ হলেন বিপ্লব

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার বিপ্লব ভট্টাচার্যকে গোলকিপিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ হলেন বিপ্লব

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার বিপ্লব ভট্টাচার্যকে গোলকিপিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার বিকালে এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় বাফুফে।

এই এক বছরে জাতীয় দলসহ বয়সভিত্তিক দল ও বাফুফের অধীনে বিভিন্ন ট্যালেন্ট হান্ট থেকে গোলকিপার নির্বাচনের দায়িত্বও থাকবে তাঁর ওপর।

গত মৌসুমে শেখ জামালের গোলকিপিং কোচের দায়িত্বে ছিলেন বিপ্লব। এ বছর দায়িত্ব ছেড়ে এএফসির ‘বি’ লাইসেন্স করছেন।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সাবেক গোলকিপার বলেন, জাতীয় দলের গোলকিপিং কোচ হব, এটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি জাতীয় দলের জন্যই ক্লাবের কোচিং ছেড়ে দিয়েছি। আমার চুক্তি এক বছরের। একজন ফুটবলার হিসেবে দীর্ঘ ক্যারিয়ার আমার। সবার একটা স্বপ্ন থাকে। এত বছর খেলেছি। আমার অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালোমানের গোলকিপার বের করে আনাব।

পেশাদার ক্লাব ঢাকা আবাহনীতে গোলরক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করে সবশেষ ব্রাদার্স ইউনিয়নে খেলেছেন বিপ্লব। মাঝে দেশের বেশির ভাগ স্বনামধন্য ক্লাবে খেলেছেন তিনি। ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে জাতীয় দলের জার্সিতে আটটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি।