জিম্বাবুয়েকে হারিয়ে আফগানদের বাজিমাত

দেশবাসীর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আসগর আফগানের দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখলো আফগানিস্তান। এমন এক অধ্যায় যা লিখতে ভারতীয় ক্রিকেট দলেরও সময় লেগেছিল ২৩ বছর। টেস্ট ক্রিকেটে আফগানিস্তান নেহাতই হামাগুড়ি দিতে শুরু করেছে। আফগানিস্তান মাত্র ৬টি টেস্ট ম্যাচ খেলা দল। ৬টি টেস্ট ম্যাচ খেলে ৩ টিতে জয় অর্জন করেছে। তবে ছোট বয়সে বড় কাজ তো অনেকেই করে। ধরে নিন আফগানরাও সেরকমই দুরন্ত।

জিম্বাবুয়েকে হারিয়ে আফগানদের বাজিমাত
ফাইল ছবি

দেশবাসীর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আসগর আফগানের দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখলো আফগানিস্তান। এমন এক অধ্যায় যা লিখতে ভারতীয় ক্রিকেট দলেরও সময় লেগেছিল ২৩ বছর। টেস্ট ক্রিকেটে আফগানিস্তান নেহাতই হামাগুড়ি দিতে শুরু করেছে। আফগানিস্তান মাত্র ৬টি টেস্ট ম্যাচ খেলা দল। ৬টি টেস্ট ম্যাচ খেলে ৩ টিতে জয় অর্জন করেছে। তবে ছোট বয়সে বড় কাজ তো অনেকেই করে। ধরে নিন আফগানরাও সেরকমই দুরন্ত।  

ষষ্ঠ তম টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৪৫ রান করল আফগানিস্তান। তাও মাত্র চার উইকেট হারিয়ে। ৪৪৩ বলে ২০০ রানের ইনিংস খেললেন হাসমাতুল্লাহ শাহিদি। শাহিদি আফগানিস্তানের ক্রিকেট সমর্থকদের যেন রোমাঞ্চ উপহার দিলেন। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। ক্যাপ্টেন আসগর আফগান খেললেন ১৬৪ রানের ইনিংস।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮৭ রানে। তারা ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে করে ৩৬৫ রান। জবাবে আফগানিস্তান ৪ ইউকেট হারিয়ে ১০৮ রান করে ষষ্ঠ তম জয় তুলে নেয়।

এবার আসা যাক রেকর্ডের প্রসঙ্গে। ভারতীয় দল ৪৭তম টেস্টে ৫০০ রানের গণ্ডি পেরিয়েছিল। ১৯৩২ সালে ভারতীয় দল প্রথম টেস্ট খেলে। আর ১৯৫৫ সালে দিল্লিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫০০ রান করেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতীয় দল সাত উইকেটে ৫৩১ রান করেছিল। বিজয় মাঞ্জরেকর ১৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। 

প্রকৌশল নিউজ/সু