টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (২ জুন) বোর্ডের দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেন বোর্ড পরিচালকরা।

টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (২ জুন) বোর্ডের দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেন বোর্ড পরিচালকরা।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ হার ও নিজের ব্যাটিং ব্যর্থতার জন্য তোপের মুখে পড়েন মুমিনুল হক। সমালোচনার মুখে গত (৩১ মে) মঙ্গলবার টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন মুমিনুল। এর পর থেকেই প্রশ্ন ওঠে সাকিব আল হাসান কী আবারও টেস্ট দলের নেতৃত্ব ফিরে পাচ্ছেন নাকি নতুন কাউকে দেখা যাবে লাল বলের ক্রিকেটের নেতৃত্বে?

মুমিনুল হকের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নতুন অধিনায়কের খুঁজে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। মুমিনুলের নেতৃত্ব ছাড়ার পর বিসিবির চাওয়া ছিল, সাকিব যেন টেস্টে নিয়মিত হয় দলের দায়িত্ব নেন। কারণ মুশফিকুর রহিম ও তামিম ইকবাল আলোচনায় থাকলেও তারা এই মুহূর্তে টেস্ট দলের দায়িত্ব নিতে রাজি নন। সাকিবও এবার অধিনায়ক হতে ইচ্ছুক শোনা যাচ্ছিল।

বিসিবি মনে করছে, সাকিব দায়িত্ব নিলে দল অনেক দূর এগিয়ে যাবে। সেক্ষেত্রে অন্তত তিন বছর টানা খেলার নিশ্চয়তা দিতে হবে তাকে। 

জল্পনা ছিল আগেই, সেটি সত্যি হলো। অবশেষে উত্তর জানা গেল। বৃহস্পতিবার মিরপুরের বিসিবির অফিসে ১২টা ৪০ মিনিটে এক বৈঠকে সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেন বোর্ড পরিচালকরা। ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়কত্ব করতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজা চোটে পড়ায় প্রথমবার টেস্ট অধিনায়কত্ব পান। ওই মেয়াদে ২০১১ সাল পর্যন্ত ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জেতেন একটিতে। এরপর ২০১৮ সালে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হন টাইগার অলরাউন্ডার। ২০১৯ সালে নিষেধাজ্ঞায় পড়ার আগ পর্যন্ত নেতৃত্ব দেন আরও ৫ টেস্টে। যেখানে দল জয় পায় দুই ম্যাচে। সব মিলিয়ে আগের দুই মেয়াদে ১৪ টেস্টে ১১ হারের বিপিরীতে ৩ জয় সাকিবের।

তৃতীয় মেয়াদে সাকিব বাংলাদেশ টেস্ট দলকে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।