ট্রাক চাপায় শাবিপ্রবি'র ছাত্র নিহত : সিলেট নগরীতে ট্রাক চলাচল বন্ধের দাবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) এর শিক্ষার্থী সাব্বির আহমেদের ট্রাক চাপায় নিহতের প্রতিবাদ ও নগরীর অভ্যন্তরীণ রোডে ট্রাক চলাচল বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

ট্রাক চাপায় শাবিপ্রবি'র ছাত্র নিহত : সিলেট নগরীতে ট্রাক চলাচল বন্ধের দাবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) এর শিক্ষার্থী সাব্বির আহমেদের ট্রাক চাপায় নিহতের প্রতিবাদ ও নগরীর অভ্যন্তরীণ রোডে ট্রাক চলাচল বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে শাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ‘সাব্বির হত্যার বিচার নিশ্চিত করা, সিলেট নগরীর অভ্যন্তরীণ সড়কে ট্রাক চলাচল বন্ধ রাখা, এয়ারপোর্ট-বাদাঘাট বাইপাস সড়ক নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, দুর্ঘটনায় আহত বুরহান সাদিকের সুচিকিৎসা নিশ্চিত ও নিহত সাব্বিরের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা।

শাবিপ্রবি অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশমির রেজা সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মলয় সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার বণিক, সাবেক ছাত্র নেতা আব্দুর রশিদ রাশেদ, শাবিপ্রবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, কর্মচারী সমিতির সভাপতি সাদেক আহমদ, ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রউফ, শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন প্রমুখ।

উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.) দরগা থেকে নামাজ শেষে ফেরার পথে নগরীর সুবিদবাজার পয়েন্ট আসা মাত্র পেছন থেকে একটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির ছিটকে পড়লে তার উপর দিয়ে ট্রাক চলে যায়। এসময় মোটরসাইকেলের অন্য আরোহী ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বুরহান সাদিক পাশে সরে যায়। মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই মারা যান সাব্বির।