ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তিন কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক বংশাল শাখার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানাজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তিন কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক বংশাল শাখার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানাজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের সহকারী পরিচালক আতিকুল আলম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। শনিবার করা মামলাটির নম্বর ১৬। এতে ২ কর্মকর্তাকেই আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকের আভ্যন্তরীণ অডিটে পৌনে চার কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার পর ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ দুই কর্মকর্তাকে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদেরকে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তার একদিন পর মামলা করল দুদক।

প্রকৌশল নিউজ/এমআরএস