পদ্মা সেতুতে একইদিনে বাস ও রেল চলবে

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু দিয়ে যে দিন থেকে গাড়ি চলবে সেই দিন থেকে রেল চালানোর পরিকল্পনা রয়েছে। তবে, মূল সেতুতে রেলের কাজ করার জন্য কয়েক মাস সময় লাগবে। এজন্য সেতু কতৃপক্ষ যখন রেলের কাজ করার জন্য সেতু হস্তন্তর করবে, তখন থেকেই রেলের কাজ শুরু হবে।

পদ্মা সেতুতে একইদিনে বাস ও রেল চলবে

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু দিয়ে যে দিন থেকে গাড়ি চলবে সেই দিন থেকে রেল চালানোর পরিকল্পনা রয়েছে। তবে, মূল সেতুতে রেলের কাজ করার জন্য কয়েক মাস সময় লাগবে। এজন্য সেতু কতৃপক্ষ যখন রেলের কাজ করার জন্য সেতু হস্তন্তর করবে, তখন থেকেই রেলের কাজ শুরু হবে।

মঙ্গলবার প্রকল্প এলাকায় পরিদর্শনে এসে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, সেতু কতৃপক্ষ যদি ২০২১ সালের ডিসেম্বরে অথবা ২০২২ সালের জানুয়ারিতে সেতুতে রেলের কাজ করার জন্য সেতু হস্তন্তর করে, তাহলে আমরা জুনের মধ্যে রেল সংযোগের কাজ শেষ করতে পারব। আর যদি তারা আরও দেরি করে। তাহলে, ১৬ ডিসেম্বর ঢাকা থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত রেল সংযোগের উদ্বোধন করা হবে।

আর আগামী বছর জুনের মধ্যে রেল সংযোগের কাজ শেষ কর নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এখন সেতু কতৃপক্ষের সঙ্গে সম্মনয় করে সেতুতে রেলের কাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যদি রেল ট্র্যাক বসানোর জন্য পদ্মা সেতু রেল মন্ত্রণালয়কে হস্তান্তর না করে। তাহলে জুনের মধ্যে সড়ক ও রেলপথ একইসঙ্গে চালু করা সম্ভব নাও হতে পারে।