অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে: পাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের দেশ থেকে অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে: পাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের দেশ থেকে অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই অক্সফোর্ডে-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

সোমবার সন্ধ্যায় নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সিরাম ইনস্টিটিউটের সঙ্গে আমার কথা হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে যথাসময়ের ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, সিরামের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, তা একটি আন্তর্জাতিক মানের চুক্তি। সুতরাং ভ্যাকসিন পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই। আমরা মোটেও চিন্তিত নই।

ছয়টি ধাপে তারা আমাদের ভ্যাকসিন দেবে। আমরা ৫০ লাখ করে ৬ মাসে মোট ৩ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথাও জানান তিনি।

এর আগে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিইও) রাব্বুর রেজা জানিয়েছেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ঠিক সময়ে করোনার টিকা পাবে বাংলাদেশ।