বাংলার পবিত্র ভূমি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে: মোদি

প্রধানমন্ত্রী শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ‘দিদি’সম্বোধন করে বলেন, ‘মুসলিম বোনেদের সমস্যার কথা একবারও ভাবেননি মমতা দিদি। তার নজর শুধু ভোটব্যাঙ্কের দিকেই। ২ মে (নির্বাচনের ফল ঘোষণা) থেকে বাংলায় আসল শাসন থাকবে সরকারের হাতে। গুন্ডাদের কথায় প্রশাসন চলবে না। পুলিশ স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। দিদি হয়তো দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই বাংলার মা, বোন এবং সকল কন্যা সন্তানদের যে, বাংলায় বিজেপির ডবল  ইঞ্জিন সরকার এলে ২৪ ঘন্টা আপনাদের স্বার্থে কাজ করে যাবে।’

বাংলার পবিত্র ভূমি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হবে: মোদি

প্রধানমন্ত্রী শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ‘দিদি’ সম্বোধন করে বলেন, ‘মুসলিম বোনেদের সমস্যার কথা একবারও ভাবেননি মমতা দিদি। তার নজর শুধু ভোটব্যাঙ্কের দিকেই। ২ মে (নির্বাচনের ফল ঘোষণা) থেকে বাংলায় আসল শাসন থাকবে সরকারের হাতে। গুন্ডাদের কথায় প্রশাসন চলবে না। পুলিশ স্বাধীনভাবে নিজের কাজ করতে পারবে। দিদি হয়তো দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। আমি আজ এই মঞ্চ থেকে বলতে চাই বাংলার মা, বোন এবং সকল কন্যা সন্তানদের যে, বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার এলে ২৪ ঘন্টা আপনাদের স্বার্থে কাজ করে যাবে।’

তিনি বলেন, ‘বাংলার মা-বোনেদের সঙ্গে জঘন্য অপরাধ হয়েই চলছে, কিন্তু দিদি এ ক্ষেত্রে নীরব থেকেছেন। এবার কাটমানি, তোলাবাজি আর সিন্ডিকেটের খেলা শেষ হবে। দিদি আপনি বিজেপিকে হারাতে পারেন, কিন্তু বাংলার জনগণকে হারাবেন কী করে? সাতজন্ম ধরেও আপনি বাংলার জনগণকে হারাতে পারবেন না আপনি।’ 

মমতাকে হারাতে একজোট হয়েছে বাংলার মানুষ। বাংলার এই নির্বাচন শুধু বিজেপি লড়ছে না, বাংলার সমগ্র জনগণ লড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রকৌশল নিউজ/এমএস