বাগেরহাটে ধরা পড়লো ভুয়া ডাক্তার

বাগেরহাটের ফকিরহাটে ডাকবাংলো মোড়ে অনুপম ডেন্টাল কেয়ারের মালিক কুদ্দুস মিয়ার কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তার বিরিুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চেম্বার খুলে ভুয়া সাটিফিকেট ব্যবহার করে ডেন্টাল কেয়ার পরিচালনার পাশাপাশি বাচ্চাদের মুসলমানি দেওয়াসহ চিকিৎসা দিয়ে আসছিলেন।

বাগেরহাটে ধরা পড়লো ভুয়া ডাক্তার

বাগেরহাটের ফকিরহাটে ডাকবাংলো মোড়ে অনুপম ডেন্টাল কেয়ারের মালিক কুদ্দুস মিয়ার কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার বিরিুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চেম্বার খুলে ভুয়া সাটিফিকেট ব্যবহার করে ডেন্টাল কেয়ার পরিচালনার পাশাপাশি বাচ্চাদের মুসলমানি দেওয়াসহ চিকিৎসা দিয়ে আসছিলেন।

বুধবার (২৮ এপ্রিল) বাগেরহাটের জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনার ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেসময়  তার বিরুদ্ধে নানান অভিযোগ প্রমাণ হওয়ায় কুদ্দুস মিয়ার ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।