বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ভুটান চুক্তি

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের জন্য অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চুক্তির আওতায় দুই দেশ পারস্পরিক ২৬ টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশধিকার পাবে। এরমধ্য ভুটান ১৬টি এবং বাংলাদেশ ১০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে।

বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ভুটান চুক্তি

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের জন্য অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চুক্তির আওতায় দুই দেশ পারস্পরিক ২৬ টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশধিকার পাবে। এরমধ্য ভুটান ১৬টি এবং বাংলাদেশ ১০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্ত থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক ট্রেড এগ্রিমেন্ট সই হয়েছে। দুই দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ে এ চুক্তি সই হয়।

চুক্তির আওতায় ভুটান আরও ১৬টি এবং বাংলাদেশ আরও ১০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে। এরআগে ২০১০ সাল থেকে বাংলাদেশ ভুটানকে ১৮টি পণ্যে এবং ভুটান বাংলাদেশকে ৯২টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে।

মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে, আশেপাশের দেশগুলোর সঙ্গে যেন এমন চুক্তি করা হয়, যাতে আমাদের ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়।