বেড়িবাঁধ ভেঙ্গে ঝুঁকিতে খুলনার উপকূলের বাসিন্দারা

খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ভরা পূর্ণিমায় বিভিন্ন ইউনিয়নে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ও উপচে পোল্ডার অভ্যন্তরে লবণ পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বেড়িবাঁধ ভেঙ্গে ঝুঁকিতে খুলনার উপকূলের বাসিন্দারা

খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ভরা পূর্ণিমায় বিভিন্ন ইউনিয়নে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ও উপচে পোল্ডার অভ্যন্তরে লবণ পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার দুপুরের প্রবল জোয়ারে উপজেলার গড়ইখালী, সোলাদানা, দেলুটি, লস্কর, লতা, রাড়–লী, হরিঢালী, কপিলমুনিতে পাউবো'র নিচু ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের উপর দিয়ে উপচে পড়া পানিতে ও পরে তা ভেঙ্গে গেলে লোকালয়ে পানি ঢুকে বহু চিংড়ি ঘের প্লাবিত হয়ে চিংড়ি সহ নানা প্রজাতির সাদা মাছ ভেসে গেছে। জোয়ারে পৌরসভা বাজার, সোলাদানা বাজার, গড়ইখালী বাজার সহ আবাসন প্রকল্প তলিয়ে গেছে।

দিনভোর মাঝারি বৃষ্টি পাতের মধ্যে স্থানীয় এমপি মো. আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি মো. এজাজ শফী, পাউবো'র স্থানীয় শাখা প্রকৌশলী ফরিদ উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস বিভিন্ন ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেছেন।

এদিকে গত দু'দিনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বর, রাজনৈতিক-সমাজকর্মীরা সহ সরকারী ভাবে কর্মসৃজন প্রকল্পের লোকজন দিয়ে বিভিন্ন পোল্ডারের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও ভাঙ্গন কবলিত স্থানগুলো মেরামত অব্যাহত রেখেছেন।

পাউবো'র শাখা প্রকৌশলী মো. ফরিদ উদ্দীন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বুধবার দুপুরের প্রবল জোয়ারে ২৩'পোল্ডারের সোলাদানা বাজার, পাটকেল পোতা, বরুইতলা, বেতবুনিয়া, নারিকেলতলা, পারশ্বেমারী, লস্করের কড়–লিয়া, ১০/১২ পোল্ডারের গড়ইখালী বাজার, পুতুখালী, গাংরক্ষি পূর্ব হড্ডা, রাড়ুলীর জেলে পল্লী, লতার ধোলাই সহ দেলুটি, হরিঢালী, কপিলমুনি সহ নানা স্থানের নিচু বেড়িবাঁধ উপচে বা পরে তা খাঁদ হয়ে কোথাও ভেঙ্গে গেলে পোল্ডারে লবণ পানি প্রবেশ করে ক্ষয়-ক্ষতি হয়েছে।

ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।

নির্বাচনী এলাকায় মানুষের আকাঙ্খা টেকসহি বেড়িবাঁধ নির্মাণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে খুলনা-৬ এমপি মো. আক্তারুজ্জামান বাবু বলেন, ঘূর্ণিঝড় ইয়াস পরিস্থিতিতে জান-মাল রক্ষার্থে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রকৌশল নিউজ/প্রতিনিধি/এমআরএস