ভয়ংকর মাদক এলএসডি : ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর একটি বাসা থেকে দেশে একেবারেই নতুন ভয়ংকর এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দের ঘটনায় গ্রেপ্তার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ভয়ংকর মাদক এলএসডি : ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর একটি বাসা থেকে দেশে একেবারেই নতুন ভয়ঙ্কর এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দের ঘটনায় গ্রেপ্তার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, গত ২৭ মে মামলার তিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

এরপর আদালত রোববার রিমান্ডের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রিমান্ডে যাওয়া ওই তিন শিক্ষার্থী হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তুর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিন আশরাফ।

গত ২৬ মে রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় এই তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়। প্রতিটি এলএসডি তিন হাজার টাকা মূল্যে বিক্রি করতেন তারা।

প্রকৌশল নিউজ/এমআরএস