রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে সহায়তার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে সহায়তার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গ্লাসগোতে কপ-২৬ এর সাইডলাইনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, দুই প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে জলবায়ু এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশকে সহযোগিতা করবে, বিশেষ করে জলবায়ু সহিষ্ণুতা তৈরি এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ এবং দাবালন, বন্যা, প্রবাল ক্ষয়সহ বিভিন্ন চরম জলবায়ু রোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে।

শেখ হাসিনা বলেন, জলবায়ু সহিষ্ণুতা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।