লালবাগের কারখানায় অভিযান ভেজাল ঘি জব্দ ৫ মণ : গ্রেপ্তার ৪

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লালবাগের কারখানায় অভিযান ভেজাল ঘি জব্দ ৫ মণ : গ্রেপ্তার ৪

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আব্দুস সামাদ (৭৫), মো. রবিউল ইসলাম (৪৩), মো. শাহজাহান (২৪) ও মো. সোহাগ হোসেন (৩১)।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর লালবাগের নাজিমউদ্দীন রোড এলাকায় একাধিক কারখানায় গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করা হয়েছে। পোড়া তেল, ডালডা ও সয়াবিনের সংমিশ্রণে তৈরি হচ্ছিল ভেজাল ঘি। ঘিয়ের ফ্লেভার আনতে শিমুল তুলার বিচি সিদ্ধ করেও মেশানো হতো। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস