ইমনের নামে আদালতে চার্জশিট

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায়  মামলাটি দায়ের করেন তার স্ত্রী রিদিতা রেজা।

ইমনের নামে আদালতে চার্জশিট

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায়  মামলাটি দায়ের করেন তার স্ত্রী রিদিতা রেজা।

মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশের পরিদর্শক তাহমিনা রহমান সম্প্রতি ৯ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আগামী ৩ জানুয়ারি এ মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি শওকত আলী ইমন একজন যৌতুকলোভী ও মারমুখী লোক। গত ২৭ ফেব্রুয়ারি শরিয়াহ মোতাবেক রিদিতা রেজাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ইমন তাঁর স্ত্রীর কাছে যৌতুক দাবি করে তাঁকে মারধর ও মানসিক নির্যাতন করে আসছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।

অভিযোগপত্রে বলা হয়, গত ৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ইমন তাঁর ইস্কাটন গার্ডেনের বাসায় ফের বাদিনীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী রিদিতা রেজা যৌতুক দিতে অস্বীকার করলে আসামি ইমন তাঁকে মারধর করে বাসা থেকে বের করে দেন।

অভিযোগপত্রে আরো বলা হয়, তদন্তে সাক্ষ্য-প্রমাণ, বাদিনীর জখম নিয়ে চিকিৎসকের সনদপত্র পর্যালোচনা, ঘটনার পারিপার্শ্বিকতায় প্রাথমিকভাবে মামলাটি সত্য প্রমাণিত হয়েছে।