শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য বিধি মনে অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য বিধি মনে অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টায়  রাজধানীর নীলক্ষেত মোড়ে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। 

বাংলা কলেজের শিক্ষার্থী হৃদয় হোসেন বলেন, দীর্ঘ ১৫ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতি মেধাশূন্যতার দিকে ধাবিত করা হচ্ছে। দেশের কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য, গণপরিবহন, গার্মেস্টস, শপিংমলসহ সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কার স্বার্থে?

ইডেন কলেজ শিক্ষার্থী সুমি আক্তার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আজ শিক্ষার্থীরা আজ গেইমস ও মাদক আসক্ত হয়ে পড়েছে, শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে আত্নহত্যা পথ বেঁচে নিচ্ছে, দেশে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। 

ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, বারবার সরকার আমাদের আশ্বাস দিয়ে প্রায় দুই বছর শিক্ষা জীবন নষ্ট করেছে, আমরা এখন কোন আশ্বাস শুনতে চাই না, অবিলম্বে হল-প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। 

ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাইল সম্রাম বলেন, প্রয়োজন সরকার শিফট ভিত্তিক ক্লাস ও পরীক্ষা পদ্ধতি চালু করা হোক। নতুন করে একাডেমি ক্যালেন্ডার প্রকাশ করা হোক এবং সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম চালু করা হোক।

যদি অবিলম্বে দাবি মানা না হয়, তাহলে আগামী ৬ তারিখ রবিবার সকালে ১১ টায় আবারও নীলক্ষেত মোড়ে সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই দিন সমাবেশ শেষ ভিসি আক্তারুজ্জামান কে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তারা।

প্রকৌশল নিউজ/এমআরএস