শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর খুলবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার পর  হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর খুলবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার পর  হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ডা. দীপু মনি বলেন, ‘আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে। শিক্ষা কার্যক্রম শুরুর আগে আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। তবে এরআগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২২০টি হলের প্রায় ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে ১৭ মে’র আগে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপে বাড়ানোর পর আগামী ২৮ ফেব্রুয়ারি এই ছুটি শেষ হওয়ার কথা।

এরই মধ্যে সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী।

করোনা পরিস্থিতিতে সম্প্রতি ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।

এরই মধ্যে তালা ভেঙে হলে ঢুকে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জোর করে ঢুকেছেন শিক্ষার্থীরা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রকৌশল নিউজ/এস