শিবচরে বালুবোঝাই বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষ, ২৫ লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এ ছাড়া পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও এক মহিলা রয়েছে।

শিবচরে বালুবোঝাই বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষ, ২৫ লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এ ছাড়া পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও এক মহিলা রয়েছে।

সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি চাদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। এ ছাড়া অন্যদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে যাত্রী নিয়ে একটি স্পিডবোট শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এটি পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে আসলে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতেই ডুবে যায় স্পিডবোটটি।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে। তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।