শিশু সানমুন হত্যা: সৎ চাচা গ্রেফতার

দেশজুড়ে আলোচিত রাজধানীর মিরপুরে শিশু সানমুন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। মাহফুজুর রহমান নিহতের সৎ চাচা।

শিশু সানমুন হত্যা: সৎ চাচা গ্রেফতার

দেশজুড়ে আলোচিত রাজধানীর মিরপুরে শিশু সানমুন অপহরণ ও হত্যা মামলার  প্রধান আসামি  মাহফুজুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। মাহফুজুর রহমান নিহতের সৎ চাচা। 

শুক্রবার ভোর ৪টার দিকে তাকে ডিবি মিরপুর বিভাগ গ্রেফতার করে। ঢাকা মহানাগর পুলিশের মুখপাত্র ওয়ালিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

গত ১৫ ডিসেম্বর শিশু সানমুন নিখোঁজ হয়। পরে তার সৎ চাচা রনি ও ফুফাতো ভাই প্রলয় অপহরণের নাটক সাজায়। তারা সানমুনের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে কিছু টাকাও তারা নিয়েছে। এ ঘটনায় নিহতের মা রোকসানা পারভীন রুপা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা করেন।  তদন্তে অপহরণের সঙ্গে সানমুনের সৎ চাচা এবং ফুপাতো ভাই প্রলয়ের সম্পৃক্ততা পাওয়া যায়।

এ মামলায় এর আগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের একজন দোষ  স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। অপর তিন আসামিরা রিমান্ডে।