সিলিন্ডারের গ্যাসের আগুনে দগ্ধ ৫

রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

সিলিন্ডারের গ্যাসের আগুনে দগ্ধ ৫

রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাগৈর এলাকায় একটি বাসার এ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রাজু আহমেদ (২৮), তার দুই মেয়ে জান্নাত আক্তার (৫) ও রোজা আক্তার (৩), রাজুর বোন শারমিন আক্তার (২৪) ও চাচাতো ভাই হাবিবুর রহমান (১৯)।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় গ্যাস সিলিন্ডার কিনে আনেন রাজু। কিছু সময় পর তার বোন শারমিন গ্যাস সিলিন্ডারের পাশে থাকা চুলা জ্বালাতে গেলে আগুন লেগে ছড়িয়ে যায়। গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে রান্নাঘরে জমে ছিল। আগুন ধরানোর ফলে তা ছড়িয়ে পড়ে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন জানান, দগ্ধ ব্যক্তিদের শরীরে ১০ শতাংশ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। চারজনকে ভর্তি করা হয়েছে। একজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস