সু চির প্রধান দলীয় কার্যালয়ে বোমা হামলা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দলীয় প্রধান কার্যালয়ে বোমা হামলা হয়েছে।

সু চির  প্রধান দলীয় কার্যালয়ে বোমা হামলা
অং সান সু চি (ফাইল ছবি)

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির প্রধান দলীয় কার্যালয়ে বোমা হামলা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি তাদের খবরে জানিয়েছে, শুক্রবার সকালে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে অবস্থিত সু চির প্রধান দলীয় কার্যালয়ে মোলোটভ ককটেল হামলা হয়েছে। এ হামলার পরপরই কার্যালয়ে আগুন ধরে যায়।

সদর দফতরের দায়িত্বে থাকা এনএলডির সদস্য সো উইন বলেন, আশেপাশের বাসিন্দারা আগুন সম্পর্কে জানতে পেরে ফায়ার সার্ভিসে ফোন দিলে সকাল পাঁচটার দিকে তারা এসে আগুন নেভায়। 

সো উইন বলেন, মনে হচ্ছে কেউ একজন অফিসে মোলোটভ ককটেল ছুঁড়ে দেয় এবং তাতে আগুন ধরে যায়। কে এই কাজ করেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি সো উইন। তিনি বলেন, ঘটনার পর পরই পুলিশের কাছে খবর দেয়া হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সু চির সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর এ পদক্ষেপকে ভালভাবে নেয়নি দেশটির গণতন্ত্রপ্রেমী জনগণ। গত মাস থেকে মিয়ানমারে প্রতিদিনই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল চলছে। উৎখাতের পর থেকে তার দলের সমর্থকরা অস্থিরতার মধ্যে রয়েছেন। সু চিসহ কয়েকজন নেতা আটক রয়েছেন। নির্বাচিত এমপিদের কেউ কেউ আত্মগোপনে আছেন।

প্রকৌশল নিউজ/এমআর