সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় মামলা : আসামী সচিবসহ ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয়েছে। আসামী করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ৩ জনকে।

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় মামলা : আসামী সচিবসহ ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয়েছে। আসামী করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ৩ জনকে।

রোববার আইনজীবী মনজিল মোরশেদ মামলা করেন। এরআগে, গত সপ্তাহে তিনি আদালত অবমাননার আইনি নোটিশ পাঠিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যান সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় তুলে ধরে নোটিশে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান নিছক কোনো এলাকা নয়, এটি ঢাকা শহর গোড়া পত্তনের সময় থেকে একটি বিশেষ স্থান হিসেবে পরিগণিত হয়েছে।

এছাড়া এর একটি ঐতিহাসিক ও পরিবেশগত মূল্য রয়েছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত বাংলাদেশের সব গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু এই এলাকা। এরই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ এলাকাটি একটি বিশেষ এলাকা হিসেবে সংরক্ষণের দাবি রাখে।  

সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছে স্থাপত্য অধিদপ্তর। স্থাপত্য অধিদপ্তরের নকশা অনুসারে এই নির্মাণকাজ চালাচ্ছে গণপূর্ত অধিদপ্তর। আর স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রকৌশল নিউজ/এমআরএস