উৎসবমুখর পরিবেশে হয়ে গেল নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের পিঠা উৎসব

শীত আসে। শীত যায়। সেই সঙ্গে হাজির হয় পিঠা উৎসব। আর সেই পিঠা উৎসব মাতলেন নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের (এনবিজেএফ) সাংবাদিকরা। পুরো উত্তরের দুই বিভাগের ১৬ জেলার সাংবাদিকদের মিলন মেলায় পরিনিত হয় অনুষ্ঠানস্থল।

উৎসবমুখর পরিবেশে হয়ে গেল নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের পিঠা উৎসব

শীত আসে। শীত যায়। সেই সঙ্গে হাজির হয় পিঠা উৎসব। আর সেই পিঠা উৎসব মাতলেন নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের (এনবিজেএফ) সাংবাদিকরা। পুরো উত্তরের দুই বিভাগের ১৬ জেলার সাংবাদিকদের মিলন মেলায় পরিনিত হয় অনুষ্ঠানস্থল। 

গতকাল জাতীয় শিল্পকলা একাডেমি পূর্ব গেট সংলগ্ন জে-২৮ এ সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে ‘পিঠা উৎসব-২০২০’আয়োজন। এতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠাপুলিতে ভিন্ন আবহ তৈরি হয়।

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মোদাব্বের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় নর্থ বেঙ্গলের সাংবাদিকরা ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইবকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি পদপ্রার্থী ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেসক্লাবের আরেক সভাপতি পদপ্রার্থী কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওমর ফারুক, আরেকজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইলিয়াস খানসহ আরও অনেকেই পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সাংবাদিকদের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইবকবাল সোবহান চৌধুরী বলেন, বাঙালি সংস্কৃতির লোকজ ও নান্দনিক সংস্কৃতির পরিচয় বহন করে পিঠা। নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের পিঠা উৎসব আয়োজন প্রশংসনীয়।

পিঠা উৎসব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকাস্থ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকাস্থ সভাপতি খায়রুজ্জামান কামাল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি নজমুল হক সরকার প্রমুখ।