এসপিসি গ্রুপকে উকিল নোটিশ পাঠানো নিয়ে যা বললেন মাশরাফি

জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও সাংসদ মাশরাফি বিন মর্তুজাএসপিসি গ্রুপকে নিয়ে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে ওই কোম্পানীটির সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।

এসপিসি গ্রুপকে উকিল নোটিশ পাঠানো নিয়ে যা বললেন মাশরাফি

জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও সাংসদ  মাশরাফি বিন মর্তুজাএসপিসি গ্রুপকে নিয়ে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে ওই কোম্পানীটির সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। 

তার স্ট্যাটাসটি প্রকৌশলনিউজের পাঠকের জন্য হুবুহু দেওয়া হল; "গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। 

তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, 'শুভেচ্ছা দূত' হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারনা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়। 

দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। 

আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।"