করোনায় ফের ৮৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে প্রাণহানী বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৯৩ জন। দেশের ৩৫৮টি পরীক্ষাগারে ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৫৬ হাজার জন।

করোনায় ফের ৮৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে প্রাণহানী বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৯৩ জন। দেশের ৩৫৮টি পরীক্ষাগারে ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৫৬ হাজার জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৭ হাজার ৭০১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫১ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৫২ জন, আর নারী ৩৬ জন। 

এর আগে বুধবার (২৮ এপ্রিল) দেশে ২ হাজার ৯৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৭৭ জন।