গণেশের মূর্তি পরে অনাবৃত রিহান্না

মার্কিন সঙ্গীত তারকা রিহান্নাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। নিজেকে খোলামেলা সাহসি উপস্থাপনের কারণে প্রায়ই গণমাধ্যমে শিরোনাম হন তিনি। তার মিউজিক ভিডিও খুঁজতে ইন্টারনেটে হুমড়ি খেয়ে পড়ে যুবসমাজ। কিছুদিন আগে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুলে আলোচিত ও সমালোচিত দুটিই হয়েছিলেন পপ গায়িকা রিহান্না। এবার অনাবৃত শরীরে গণেশের মূর্তি পরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে রিহান্নার বিরুদ্ধে। নতুন বিতর্কে জড়ালেন ৩২ বছর বয়সী এই পপ গায়িকা।

গণেশের মূর্তি পরে অনাবৃত রিহান্না

মার্কিন সঙ্গীত তারকা রিহান্নাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। নিজেকে খোলামেলা সাহসি উপস্থাপনের কারণে প্রায়ই গণমাধ্যমে শিরোনাম হন তিনি। তার মিউজিক ভিডিও খুঁজতে ইন্টারনেটে হুমড়ি খেয়ে পড়ে যুবসমাজ। কিছুদিন আগে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুলে আলোচিত ও সমালোচিত দুটিই হয়েছিলেন পপ গায়িকা রিহান্না। এবার অনাবৃত শরীরে গণেশের মূর্তি পরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে রিহান্নার বিরুদ্ধে। নতুন বিতর্কে জড়ালেন ৩২ বছর বয়সী এই পপ গায়িকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করেছেন রিহান্না। যেখানে দেখা যাচ্ছে, তার গলায় ঝুলছে হিন্দু দেবতা গণেশের মূর্তি, অথচ তার শরীরের উর্ধাঙ্গে সুতোর লেশমাত্র নেই! আর এতেই ঘটেছে বিপত্তি।

অনাবৃত শরীরে গণেশের মূর্তি পরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে রিহান্নার বিরুদ্ধে।

এর আগে ২০১৩ সালে আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কাছে ‘কুরুচিকর’ ফটোশুটের কারণে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিলো রিহান্নার বিরুদ্ধে।

এছাড়াও রিহান্নার নিজস্ব ব্র্যান্ড সেভেজ এক্স ফেন্টি লনজারি-এর শো চলাকালীন একটি গানের ভিডিও চলছিল, সেখানে হাদিস লেখা ফুটে উঠায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রিহান্না। 

প্রকৌশলনিউজ/সু