চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সোমবার। চলবে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সোমবার। চলবে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

এর আগে গত ৫ এপ্রিল চবি’র প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, সোমবার সকাল ১০টায় চবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন প্রক্রিয়া উদ্বোধন করবেন চবি উপাচার্য ড. শিরীণ আখতার।

প্রসঙ্গত,আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চলবে চবিতে ভর্তি উৎসব।

প্রকৌশল নিউজ/এমএস