চীন ও রাশিয়া বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দিবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, চীন ও রাশিয়া বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দিবে।

চীন ও রাশিয়া বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দিবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক জানিয়েছেন, চীন ও রাশিয়া বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দিবে।

শনিবার  দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন ও রাশিয়া ভ্যাকসিন দিতে চাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। 

তিনি আরও বলেন, ফাইজার কোম্পানি আমাদের কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেবে। এটা চার লাখ মানুষকে দেওয়ার মতো। 

চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।