ছদ্মবেশী ‘ফ্ল্যাটফিশ’

ছদ্মবেশী ‘ফ্ল্যাটফিশ’
ফ্ল্যাটফিশ

দেখতে অনেকটা চাঁদা মাছের মতো মনে হলেও আদতে তা চাঁদা মাছ নয়। বলছি অগভীর সমুদ্রের একটি প্রাণী ‘ফ্ল্যাটফিশ’ এর কথা। ফ্ল্যাটফিশ বাস করে সমুদ্র তলদেশে। যার প্রায় পাঁচশত প্রজাতি রয়েছে। এই ফ্ল্যাটফিশের দুইটি বৈশিষ্ট রয়েছে, যার অন্যতম হচ্ছে ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ ধারণ।

পরিণত ফ্ল্যাটফিশ বেশীরভাগ সময় সমুদ্রের তলদেশের মাটিতে শুয়ে থাকে। এ সময়ে শত্রু থেকে আত্মরক্ষা ও শিকার ধরার প্রয়োজনে এটি যেখানে শুয়ে থাকে অল্প সময়ের ভিতরেই সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে শরীরের রং পরিবর্তন করে ফেলে।

এই ফ্ল্যাটফিশ এর অন্য আর একটি বৈশিষ্ট হচ্ছে চোখের অবস্থান পরিবর্তন। সদ্য জন্ম নেওয়া ফ্ল্যাটফিশের দুইটি চোখ শরীরের দুই পাশে থাকলেও পরিনত ফ্ল্যাটফিশের দুইটি চোখই শরীরের একদিকে পাশাপাশি অবস্থান নেয়। প্রথমাবস্থায় যখন এটি সমুদ্রতলে শুয়ে থাকে তখন এর একটি চোখ উপরের দিকে এবং আরেকটি চোখ নীচে মাটির দিকে থাকে। কিন্তু ধীরে ধীরে এর নীচের চোখটি অবস্থান পরিবর্তণ করে উপরের অন্য চোখটির পাশে চলে আসে।